পাইকগাছা উপজেলার রাড়ুলীতে যাত্রা শুরু করলো স্যার পিসি রায় অক্সিজেন ব্যাংক। রাড়ুলী ইউনিয়ন চাকুরিজীবী মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে ইউনিয়নের করোনা রোগীদের জন্য এ অক্সিজেন ব্যাংক স্থাপন করা হয়েছে।
শুক্রবার দুপুরে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন করেন। আরাজী ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস ও ডাঃ শংকর দেবনাথ।
খুলনা গেজেট/ টি আই