মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

এক ওভারে দুই উকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় বিরতির পর জিম্বাবুয়ে জোড়া সাফল্য পেল। তামিম ও মাহমুদউল্লাহ ফিরলেন টিরিপানোর এক ওভারে। ডানহাতি পেসারের অফস্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম। পুরো ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা তামিম মনোযোগ হারিয়ে আলগা শট খেললেন। তাতে বিপদে বাংলাদেশ।

৯৭ বলে ১১২ রান করে তামিম ফেরেন সাজঘরে। ৮ চার ও ৩ ছক্কায় তামিম সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছিলেন। কিন্তু ইনিংসটি বড় করতে পারেননি বাংলাদেশের ওপেনার। তামিম আউট হবার পরের বলেই সাজঘরের পথ ধরেন মাহমুদউল্লাহ।

ডানহাতি ব্যাটসম্যান টিরিপানোর ভেতরে ঢোকানো বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলতে নেমে গোল্ডেন ডাককে সঙ্গী করলেন মাহমুদউল্লাহ। বিরতির পর এক ওভারে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

স্কোর: বাংলাদেশ ২১০/৪

ওভার: ৩৫ ওভার

জিম্বাবুয়ে ২৯৮/১০

ওভার: ৪৯.৩




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন