কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয় জন। একই সময়ে এক হাজার ২৬২টি নমুনা পরীক্ষায় ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৬ শতাংশ। সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
এর আগের ২৪ ঘণ্টায় কুষ্টিয়াতে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা যান আরও ছয় জন। একই সময়ে ৭২১টি নমুনা পরীক্ষায় ২০৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২৯ শতাংশ।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, করোনায় মৃতের সবাই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে, উপসর্গ নিয়ে যারা মারা যান, তারা সোমবার বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
আশরাফুল ইসলাম আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৫৪ জন। গতকাল ছিলেন ২৫৬ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৯২১ জন। আগের দিন ছিলেন তিন হাজার ৬৫৯ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন মোট আক্রান্ত আছেন চার হাজার ১৭৫ জন। গতকাল ছিলেন তিন হাজার ৯১৫ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫৯২ জন। জেলায় মোট মারা গেছেন ৪২৩ জন।
খুলনা গেজেট/এনএম