জমে উঠেছে নগরীর জোড়াগেটস্থ কোরবানির পশুর হাট। খুলনাসহ আশপাশের জেলাগুলো থেকে পশু নিয়ে আসছে ব্যাপারীরা। হাটে ক্রেতার সংখ্যাও কম নয়। তবে তাদের অনেকের মুখে নেই মাস্ক, যেখানে স্বাস্থ্যবিধি অনুপস্থিত। ১৫ জুলাই থেকে সোমবার দুপুর পর্যন্ত জোড়াগেট হাটে পশু বিক্রি থেকে হাসিল (রাজস্ব) আদায়ের পরিমাণ ৩০ লাখ টাকা ছাড়িয়েছে।
১৫ জুলাই খুলনা সিটি কর্পোরেশনের উদ্যেগে জোড়াগেটে এই পশুর হাট উদ্বোধন করা হয়। প্রথমদিন গরুর পরিমাণ খুব একটা ছিল না। ঈদের দিন যত ঘনিয়ে আসছে হাটে তত বেশী পশুর আমদানি হচ্ছে। আজ সোমবার সকাল থেকে হাটে ক্রেতার সমাগম ছিল বেশ। মাইকিং করা হচ্ছে স্বাস্থ্যবিধি মানার জন্য। কিন্তু অনেকে তা আমলেই নিচ্ছে না। কারো কারো মুখে মাস্ক থাকলে তা ছিল থুতনির নীচে।
ক্রেতা শাহাজাহান নগরীর রয়্যাল মোড় এলাকা থেকে গরু ক্রয় করার জন্য সকাল নয়টায় হাটে এসেছিলেন। দু’ঘন্টা ঘুরে একটা গরু ক্রয় করেছেন। তাও অনেক দাম দিয়ে। গত বছরের তুলনায় এবার দাম একটু বেশী। বিশেষ করে বড় গরু থেকে মাঝারি সাইজের দাম বেশী বলে তিনি জানিয়েছেন।
বিক্রেতা সাহেব কাজী নড়াইল থেকে ১০ টি গরু নিয়ে এসেছেন জোড়াগেট হাটে। গত তিনদিন হাটে ক্রেতার সংখ্যা কম থাকলেও আজ সকাল থেকে আসতে শুরু করেছে, বেচাকেনাও মোটামুটি। সকাল থেকে তার সাতটি গরু বিক্রি হয়েছে, বাকী রয়েছে তিনটি। এগুলো বিক্রি হলে তিনি বাড়ি ফিরে যাবেন। পশুর দাম বৃদ্ধির কথা জানতে চাইলে তিনি বলেন, খাবারের দাম বেড়েছে। তাছাড়া পরিবহন সংকট থাকার কারণে অতিরিক্ত ভাড়া গুনে তাকে এখানে আসতে হয়েছে।
হাসিল ঘরের কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, শুরু থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত রাজস্ব আদায় ৩০ লাখ টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যে রবিবার রাত ১২ টা থেকে আজ বেলা ১২টা পর্যন্ত ছিল ১০ লাখ ১০ হাজার ৮শ’ টাকা।
খুলনা গেজেট/এনএম