লাব্বাইক

মামুন

লাব্বাইক লাব্বাইক লাব্বাইক
আমি পাপি গুনাহগার
হয়েছি তোমার কাছে হাজির,
মাফ কর আমায় তুমি
হে! রহিম, তুমি নাজির।।

লাব্বাইক লাব্বাইক লাব্বাইক

তোমার সাড়ায় জেগেছে ঢেউ
প্রেম যমুনা নদীর –
রহমতে আশায় বাধে
তোমার ডাকে দিয়েছি
রওয়ানা হাজির।।

লাব্বাইক লাব্বাইক লাব্বাইক

পাব মুক্তি সেই আশায়
হয়েছি আরাফায় উপস্থিত,
দুহাতে মোনাজাতের
কান্নায় বিচলিত কিঞ্চিৎ।।

লাব্বাইক লাব্বাইক লাব্বাইক

তুমি যদি কর ক্ষমা
পাব তবে পার,
সারা জাহান ভাসবে খুশিতে
পূন্য কিয়াম ভার।।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন