বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২
কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

‘বস্তুনিষ্ঠ সংবাদের কারণে স্বল্প সময়ে সুনাম অর্জন করেছে খুলনা গেজেট’

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় দ‌ক্ষিণ প‌শ্চিমাঞ্চ‌লের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’ এর ২য় বর্ষ পূর্তিতে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

আলোচনা সভায় বক্তারা ‘খুলনা গেজেট’র এক বছরের অগ্রযাত্রার প্রশংসা করে বলেন, দেশের পাঠকপ্রিয় ‘খুলনা গেজেট’ অনলাইন পোর্টাল সংবাদ ও সাংবাদিকতায় নতুন ধারা সৃষ্টি করেছে। খুলনা গেজেটে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের কারণে স্বল্প সময়ের মধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। ইতিমধ্যে পাঠকের আস্থার গণমাধ্যম হয়ে উঠেছে। সম্প্রতি ইয়াসের তান্ডবে কয়রার বিভিন্ন এলাকায় সৃষ্ট জনদূর্ভোগের বেশ কিছু বাস্তব চিত্র পোর্টালটির প্রতিবেদনে ওঠে এসেছে। ফলে সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে সহায়ক হয়েছে। এছাড়া উপস্থিত সকলেই খুলনা গেজেটের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক হুমায়ুন কবির, প্রভাষক আনিসুর রহমান, খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক তরিকুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, জিয়াউর রহমান ঝন্টু, আনিসুর রহমান, আবুল বাশার, মাসুদ রানা, কামাল হোসেন, শহীদুল ইসলাম, সামাজিক সংগঠন আইসিডি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি আশিকুর জামান আশিক, মানব কল্যাণ ইউনিট’র প্রতিষ্ঠাতা ও সভাপতি আল-আমিন ফরহাদ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। শুরুতে স্বাগত বক্তৃতা করেন খুলনা গেজেটের কয়রা প্রতিনিধি নিতিশ সানা।

উল্লেখ্য, করোনাকালীন সময়ের মধ্যে ‘সবার আগে, সঠিক তথ্য’ শ্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ১৩ জুলাই ‘খুলনা গেজেট’র যাত্রা শুরু হয়।

খুলনা গেজেট/ টি আই

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন