স্ত্রী-পুত্র সহ অন্তবর্তীকালীন জামিন পেলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিমাই চন্দ্র রায়। পুত্রবধূর দায়ের করা যৌতুক মামলায় মঙ্গলবার (১৩ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।
আদালত সূত্র জানায়, আওয়ামী লীগ নেতার পুত্রবধূ যৌতুক আইনে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার স্বামী খুলনা মেডিকেল কলেজের রেজিস্ট্রার বাপ্পী রায়, শ্বশুর জেলা আওয়ামী লীগ নেতা নিমাই চন্দ্র রায় ও শ্বাশুড়ী করুনা রায়ের বিরুদ্ধে মামলা করেন। ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।
এরপর কেএমপির সোনাডাঙ্গা থানা পুলিশ ১৩ জুলাই রাতে তাদের খুলনা মহানগরীর বানরগাতি এলাকা থেকে গ্রেপ্তার করে। আসামিদের আদালতে হাজির করলে তাদের পক্ষে এড. এম এম মুজিবর রহমান জামিনের আবেদন করেন। মুখ্য মহানগর হাকিমের আমলী আদালত ১৮ আগস্ট পর্যন্ত অন্তবর্তীকালীন জামিনের আদেশ দিয়েছেন।
খুলনা গেজেট/এনএম