দেশের আট বিভাগে নতুন একটি করে ৩শ’ শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপন করতে যাচ্ছে সরকার। ১৫তলা বিশিষ্ট এসব হাসপাতালে ক্যানসার, কিডনি ও হৃদরোগের চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহেদ মালিক।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, `প্রধানমন্ত্রী কিছুদিন আগে একনেকে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব হাসপাতালে ক্যানসার, কিডনি ও কার্ডিয়াক রোগীর চিকিৎসা দেয়া হবে। এদিকে করোনা ভাইরাসের ‘প্রকোপ কমে যাওয়ায়’ এ মাসের শেষ দিকে অনেক কোভিড-১৯ হাসপাতাল বন্ধ করে নন-কোভিড হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, `আমরা কিছুটা পিছিয়ে গেছি করোনার কারণে। গত ৬/৭ মাস আমরা কাজ করতে পারিনি। এখন আমরা নন-কমিউনিকেবল ডিজিস যেগুলো আছে সেগুলোর উপর জোর দিয়েছি, কাজকর্ম শুরু করে দিয়েছি। করোনার প্রকোপ কমে আসছে। করোনার বাইরে যে নন-কোভিড রোগী আছে, করোনার কারণে তারা সেভাবে চিকিৎসা পায়নি। আমরা আগামীতে অনেকগুলো হাসপাতাল নন-কোভিড করে দিচ্ছি, এ মাসের শেষে। এখানে সবাই চিকিৎসা নিতে পারবে। অনেকের চিকিৎসা প্রয়োজন কিন্তু ভয়ের কারণে, কোভিডের কারণে চিকিৎসা নিতে পারছে না। বাসায় বসে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা নিচ্ছে। রোগী হাসপাতালে আসছে না।
তিনি বলেন, `বর্তমানে কোভিড হাসপাতালের ৭০ শতাংশ সিট খালি। এজন্য এ মাসের শেষে অবস্থা যদি আরও ভালো হয় তাহলে আমরা বেশ কয়েকটি হসপাতাল নন-কোভিড করে দেবো। সেখানে আমরা-আপনারা সবাই চিকিৎসা নিতে পারবো। কোনো দ্বিধাদ্বন্ধ থাকবে না।’
যে সব কোভিড হাসপাতাল নন-কোভিড ঘোষণা করা হবে সেখানে কোভিড চিকিৎসা হবে না, কোভিডের জন্য আলাদা হাসপাতাল রয়েছে, সেখানে চিকিৎসা হবে। ’ তবে কত সংখ্যক হাসপাতাল নন-কোভিড করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
খুলনা গেজেট/এনএম