তোমরা সবাই সোনার ছেলে সোনার কারিগর,
দেশ মাতারই স্বপ্ন তোমরা, আশার বাতিঘর।
আগামীর প্রেরণা তোমরা নবীনদের আশা,
অজ্ঞতা আর কুসংস্কার দূর করে, দিবে ভরসা।
নতুন দিনের পথিক যেমন চালায় অভিযান,
তেমন করে বীরের মত হও আগুয়ান,
বই পুস্তক জ্ঞানের ভান্ডার আঁধারের আলো,
সেই জ্ঞানকে ধারন করে সমাজে আলো জ্বালো।
বদলে দাও সমাজ গড়তে একটি জাতি,
জরাজীর্ণ জয়করে জ্বালাও জ্ঞানের বাতি।
রবি যেমন ধরার বুকে আঁধারে জ্বালে আলো,
তেমনি করে ঘরে ঘরে জ্ঞানের প্রদীপ জ্বালো।
লেখক : সহকারী শিক্ষক, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা।