‘জয়-পরাজয় বড় কথা নয়, সমর্থনটাই বড় ব্যাপার’। ‘আর্জেন্টিনার জয় হবে, পারলে ঠেকাও’, ‘অবশেষে কোপার কাপ জিততে যাচ্ছে ব্রাজিল’ এমন চটকদার পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মাতিয়ে রেখেছে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকেরা। ফেসবুকের নিউজ ফিডে এমন অসংখ্য পোস্ট শোভা পাচ্ছে।
বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের লাখ লাখ সমর্থক রয়েছে। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা শুরু হতে কয়েক ঘন্টা বাকি থাকলেও দলের প্রতি শুভকামনা জানিয় রীতিমত ফেসবুক মাতিয়ে রেখেছেন বাংলাদেশের সমর্থকরা। ফেসবুক প্রোফাইল পিকচারে দুই দলের বাংলাদেশের সমর্থকরা উন্মাদনায় শামিল হয়েছেন।
খালিশপুরের মো. মোমিনুর রহমান তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন ‘কে সেরা, আর কে সেরাদের সেরা…সেটা মাঠেই প্রমানিত হবে। কোন হিংসা-বিবাধ চাই না, এদের মত ভ্রাতিত্বের বন্ধনই আমাদের প্রত্যাশা।
তার পোস্টের কমেন্টে শেখ মরিয়ম নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল। আর জিতবে ফুটবল, এটাই প্রত্যাশা’। খুলনার সরকারি হাজী মুহম্মদ মুহসিন কলেজের শিক্ষার্থী মো: আনিসুর রহমান তার ফেসবুকে লিখেছেন,
❝হৃদয়ে রক্তক্ষরণ তো হয়েছে বহুবার! দেখেনি কেউ!
বুকের উপর পাথর চেপে বলেছো বিদায়!
ওই চোখের কান্না তো আমাদেরকেও কাঁদায়!
এমন বাচ্চা শিশুর মতো কাঁদতে হলে ভালোবাসতে হয়!
এমন রক্ত ঝড়াতে হলে প্রেম থাকতে হয়!
তবু যে হার মানার নয়, কারণ এ তো হৃদয়ের ক্ষরণের চেয়ে বেশি নয়!
অভিনয় করে পার পাওয়া যায়! অভিনয় হলে তো ফিরে আসার নয়!
বিশ্বাস আছে জানি, যতক্ষণ নিঃশ্বাস আছে তুমি (LM10) লড়ে যাবে, তবুও চাই বিজয়!❞
এই দশকের সেরা ফাইনালের অপেক্ষায়,
শুভ কামনা দুই টিমের জন্য,
হার জিত আছেই কিন্তু সবার কাছে অনুরোধ টিম সাপোর্ট করা নিয়ে কার বিরুদ্ধে কথা বলছি, কার সাথে তর্ক করছি খেয়াল রাখা কারণ সে-তো আমাদেরই ভাই,বন্ধু কিংবা আপনজন।
সুতরাং খেলাকে উপভোগ করি।
তোফায়েল পাপ্পু নামে একজন লিখেছেন- ‘অবশেষে কোপার কাপ জিততে যাচ্ছে ব্রাজিল’ শুভ কামনা।
মেহেদী হাসান নামে একজন লিখেছেন- ‘আর্জেন্টিনার জয় হবে, পারলে ঠেকাও’।
তাপস কুমার নামে একজন লিখেছেন- ‘ফুটবল বিশ্বের সবচেয়ে ভাগ্যবান আর্জেন্টিনা। যাদেরকে ট্রফি ছাড়াও কোটি কোটি মানুষ ভালোবাসে’।