দৈনিক জন্মভূমির বার্তা সম্পাদক আনোয়ার আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী ১১ জুলাই রবিবার। খুলনার সংবাদপত্র জগতের এক অসাধারণ অনন্য বৈশিষ্টের অধিকারী ছিলেন আনোয়ার আহমেদ। বিশেষ করে বাংলা ভাষার শব্দ ভান্ডার তার দখল ছিল অতুলনীয়। যে কোনো কঠিন বিষয়গুলোকে সহজ করে পাঠকের সামনে তুলে ধরতেন তিনি। তিনি একাধারে গীতিকার, লেখক এবং সমসাময়িক বিষয়ের উপর মনোমুগ্ধকর কথিকা রচনা করে বাংলাদেশ বেতারেও সুনাম অর্জন করেন।
২০১৭ সালের ৪ জুলাই দুপুরে নিজ বাসভবনে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ওই দিনেই তাকে সঙ্কটাপন্ন অবস্থায় ঢাকায় নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ২০১৭ সালের ১১ জুলাই মৃত্যুবরণ করেন।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে নগরীর বসুপাড়া কবর স্থানে কবর জিয়ারত, বাসায় কোরআনখানি ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই