বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা উপকূলের সাংবাদিকদের জন্য দূর্যোগ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ বলেছেন, উপকূলের চিত্র ভিন্ন, প্রাকৃতিক পাশাপাশি মনুষ্যসৃষ্ট কিছু দূর্যোগ রয়েছে। এগুলো দেখার দায়িত্ব সাংবাদিকদের। সঠিক তথ্য উপস্থাপন করে সরকারকে দেখিয়ে দেওয়ার দায়িত্বও সাংবাদিকদের। দূর্যোগ একটি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যমের বিশেষ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে উপকূলের সাংবাদিকদের ভূমিকা বেশি। তাদেরকে সরকারের সহায়ক হিসেবে সংবাদ পরিবেশন করতে হবে। দূর্যোগের প্রাক ও পরবর্তী পরিস্থিতি তুলে ধরে সংবাদ করা যেতে পারে।

তিনি বলেন, সরকারের একার পক্ষে দূর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়, জনগনকেও এগিয়ে আসতে হবে। এ জন্য সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে। জ্ঞানভিত্তিক জলবায়ু পরিবর্তনের প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, পদ্মাসেতু হলে দক্ষিণাঞ্চলের চিত্র পাল্টে যাবে। এ বিষয়েও সাংবাদিকরা সংবাদ করতে পারেন।

শুক্রবার সকালে (০৯ জুলাই) খুলনা উপকূলের সাংবাদিকদের জন্য দূর্যোগ সাংবাদিকতা বিষয়ক দু’দিনব্যাপি অনলাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পিআইবির সহকারি প্রশিক্ষক বারেক হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ ছিলেন রফিকুল ইসলাম মিন্টু। দু’দিনব্যাপি অনলাইন প্রশিক্ষণে খুলনার ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন