মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

জিম্বাবু‌য়ে টে‌স্টে সু‌বিধাজনক অবস্থা‌নে বাংলা‌দেশ

ক্রীড়া ডেস্ক

হারারে টেস্টের তৃতীয় দিন সকালের সেশনে দাঁত কামড়ে লড়াই করেন ব্রেন্ডন টেইলর ও টাকুডজোয়ানাশে কাইটানো। দিনের প্রথম ঘণ্টাটা নিরাপদেই কাটিয়ে দেয় তাদের জুটি। এরপর আঘাত হানেন মেহেদী মিরাজ।

১ উইকেটে ১১৪ রান নিয়ে খেলতে নামা জিম্বাবুয়ে প্রথম সেশনে হারায় টেইলরর উইকেট। তৃতীয় দিন সকালে এক ঘণ্টা খালি হাতে থাকার পর উইকেটের দেখা পায় বাংলাদেশ। মিরাজের বলে ৮১ রান করে আউট হন জিম্বাবুয়ে অধিনায়ক।

ওই এক উইকেট হারিয়েই মধ্যাহ্ন বিরতিতে যায় জিম্বাবুয়ে। তাদের সংগ্রহ ছিল দুই উইকেটে ২০৯ রান।

দ্বিতীয় সেশনে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারী দল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দিনের দ্বিতীয় সেশনে দুটি উইকেট তুলে নেন।

বাঁ-হাতি এই স্পিনারের প্রথম সাফল্য আসে ৮০তম ওভারে। শেষ বলে তাকে সুইপ করার চেষ্টা করেন ডিওন মায়ার্স। বল উঠে যায় ফাইন লেগে।

সেখানে দাঁড়ানো মেহেদী মিরাজ ক্যাচ তালুবন্দী করতে ভুল করেননি। কাইটানোর সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে ফেরেন মায়ার্স। তার ব্যাট থেকে আসে ২৭ রান।

বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট বোলাররের পরের শিকার আসে ৮৭তম ওভারে। দ্বিতীয় বলে আবারও তাকে সুইপ করতে যেয়ে বিপদে পড়েন টিমাইসেন মারুমা। সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে ফেরেন ১৭ বল খেলা মারুমা। ইনিংসে এটি তৃতীয় উইকেট সাকিবের।

পরের ওভারে রয় কাইয়াকে কট বাহাইন্ড আউট করেন তাসকিন আহমেদ। দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিক দল।

সেশন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ২৪৪ রান। উইকেটে আছেন ২৮২ বল খেলে ৮২ রান করে কাইটানো ও ৩২ বলে ১০ রান করা রেগিস চাকাবভা।

টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের ১৫০ ও লিটন দাস, মুমিনুল হক ও তাসকিনের ফিফটিতে ৪৬৮ রানের সংগ্রহ জমা করে বাংলাদেশ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন