সরকার ঘোষিত চলমান লকডাউনে দোকানপাট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে বৃহস্পতিবার বেলা ১২ টায় খুলনা জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় মটরসাইকেল চালকের হেলমেট না থাকা, পথচারীদের মুখে মাস্ক না থাকাসহ বিভিন্ন অপরাধের কারণে মোট ৯টি মামলা এবং ২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে খানজাহান আলী থানা পুলিশ সহযোগিতা করেন।
খুলনা গেজেট/এনএম