আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী বলেছেন, করোনা দেশে প্রকট আকার ধারণ করেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সরকারি সকল নির্দেশনা মেনে চলতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার করোনা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করছে। যতই দুর্যোগ হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে মারা যাবে না।
আজ শনিবার দুপুর একটায় খুলনা জেলা আইনজীবী সমিতির সামনে অসহায় দরিদ্র চায়ের দোকানদার, ঋষি সম্প্রদায় ও রিক্সা চালকদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. কে এম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর মোল্লা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল অলম, রুপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. মনজিরুল রহমান লিটিল, এ্যাড. মোল্লা আবিদ হোসেন, এ্যাড. শফিকুল , এ্যাড. তাপস কুমার দত্ত, এ্যাড. আব্দুল করিম, এ্যাড. সপন কুমার মজুমদার, ছাত্রলীগ নেতা আব্দুল খালেক স্বাধীন প্রমুখ। ত্রাণ সামগ্রী হিসেবে এ সময় চাল, ডাল, আলু, পিঁয়াজ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। সূত্র: প্রেস রিলিজ।
খুলনা গেজেট/ টি আই