খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ফুলতলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

ফুলতলা প্রতিনিধি

ভুমি উন্নয়ন কর আদায়ের লক্ষে অনলাইনে রেজিষ্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়, ই-নামজারীর আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তি, হাট বাজারের নথি নবায়ণসহ বিভিন্ন সেবা দেয়ার লক্ষে খুলনার ফুলতলা উপজেলা ভুমি অফিসে ভুমি সেবা সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা ভুমি অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সাদিয়া আফরিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। স্বাগত বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস। মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, আবাসিক প্রকৌশলী উৎপল চন্দ্র দে, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম রনি, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, তহশীলদার আবুল বাশার, এস এম ইলিয়াস হোসেন, ভূমি অফিসের প্রধান সহকারী আব্দুল বারেক, সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান, অফিস সহকারী খান পান্না মিয়া, মৌসুমী আক্তার, জুলিয়া আক্তারসহ সেবা গ্রহিতা সাধারণ ব্যক্তিবর্গ।

পরে আশফাক হোসেনকে ভিপি জমির ইজারা নবায়ণের রশিদ প্রদান করা হয়। অতিথিবৃন্দ ফিতাকেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন। দুপুরে উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং জনপ্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত খুলনা বাগেরহাট সাতক্ষীরা জেলার পল্লী এলাকায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ফুলতলা উপজেলায় পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা কার্যক্রম সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের সহকারী প্রকৌশলী নাসরিন আক্তার।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!