খুলনার প্রথিতযশা সাংবাদিক মনিরুল হুদা স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ স্বরণ সভায় মুখ্য আলোচক ছিলেন প্রফেসর জাফর ইমাম ও প্রফেসর মাজহারুল হান্নান। খুলনা রিপোর্টার্স ইউনিটি এ স্মরণ সভার আয়োজন করে।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে ও খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় সাংবাদিক মনিরুল হুদার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক দিদারুল আলম ও নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক রোটারিয়ান সরদার মো. আবু তাহের, দৈনিক নয়া দিগন্তের খুলনা ব্যুরো এরশাদ আলী, খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য কৌশিক দে বাপী, দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মো. নূরুজ্জামান, দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো আঃ রাজ্জাক রানা, বিএল কলেজের সাবেক ভিপি এ্যাডঃ জাকিরুল ইসলাম।
স্মরণ সভা শেষে সাংবাদিক মনিরুল হুদার রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কালের কন্ঠের খুলনা ব্যুরো এইচ এম আলাউদ্দিন।
খুলনা গেজেট/লিপু/এএজে