খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচ শুরুর সময় চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলোর সময়সূচি চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত সূচি ঘোষণা করা না হলেও বিশ্বস্ত সূত্র বিডিক্রিকটাইমকে জানিয়েছে, দিনের আলোয়ই অনুষ্ঠিত হবে প্রতিটি ম্যাচ।

১৯ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। অর্থাৎ, বিকাল ৫টা ১০ মিনিটের মধ্যেই ইতি ঘটবে প্রতিটি ম্যাচের।

টি-টোয়েন্টির মত টেস্ট সিরিজের ম্যাচ দুটিও অনুমিতভাবেই দিনের আলোয় মাঠে গড়াবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তরগত দুই টেস্টের প্রতিদিনের খেলা শুরু হবে সকাল দশটায়।

১৯ নভেম্বর শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুই ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্ট শেষে দুই দল আবারও ঢাকায় ফিরবে। ৪ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

একনজরে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের পূর্ণাঙ্গ সূচি

 

তারিখ                    ম্যাচ                                            ভেন্যু ম্যাচ                                           শুরুর সময়

 

১৯ নভেম্বর         ১ম টি-টোয়েন্টি         শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর        দুপুর ২টা

২০ নভেম্বর       ২য় টি-টোয়েন্টি          শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর        দুপুর ২টা

২২ নভেম্বর       ৩য় টি-টোয়েন্টি        শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর          দুপুর ২টা

 

২৬-৩০ নভেম্বর    ১ম টেস্ট               জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম               প্রতিদিন সকাল ১০টা

৪-৮ ডিসেম্বর       ২য় টেস্ট              শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম,  মিরপুর/  প্রতিদিন সকাল ১০টা




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!