অপদ্রব্য পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি সহ ১৮ জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে হরিণটানা থানার কৈয়া বাজার থেকে তাদের আটক করা হয়।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে দুই ট্রাক ও এক পিকআপযোগে ১৮ জন ব্যক্তি ৫ হাজার কেজি চিংড়ি মাছ নিয়ে খুলনায় আসছিল। ৫ হাজার কেজি মাছের মধ্যে ২ হাজার কেজির মতো মাছে অপদ্রব্য মিশ্রণ করা আছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব ও মৎস্য অফিস খুলনার কর্মকর্তারা হরিণটানা থানার কৈয়া বাজারে চেকপোষ্ট বসায় এবং চিংড়ি ভর্তি দুইটি ট্রাক ও একটি পিকআপ আটক করে। এসময় দুই হাজার কেজি মাছে অপদ্রব্যের মিশ্রণ পায় তারা। রাতে ১৮ জনকে র্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে।
তিনটি ট্রাকে প্রায় দুই হাজার কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ করে যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ সময় অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিড়িং মাছ বহন করার দায়ে সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কোম্পানিসমূহকে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রন) আইন ২০২০ এর ৩৩(৫) ধারা মোতাবেক মনিরুল ইসলাম (৪৫)কে পঞ্চাশ হাজার টাকা ওয়াহিদুজ্জামান মঞ্জির (৪২) কে পঞ্চাশ হাজার টাকা, রিপন সানা(৩৮),পঞ্চাশ হাজার টাকা, সর্বোমোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে। জব্দকৃত অপদ্রব্য পুশ করা দুই হাজার কেজি চিড়িং মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।
জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই