খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী আজ শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনের পূর্ব পাশের প্রবেশদ্বার উন্মোচন করেন। প্রবেশদ্বার উন্মোচন শেষে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন ১৯৭৫ সালের পরে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মতবিনিময় কালে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নের্তৃত্বে দেশ উন্নয়নের সঠিক পথে চলছে। দেশের উন্নয়নের চিত্র সাধারণের সামনে তুলে ধরতে সংবাদ মাধ্যম বিশেষ ভূমিকা পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় আগামীতে খুলনার উন্নয়নে সাংবাদিকদের লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
খুলনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। এ সময়ে বক্তৃতা করেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি।
এর আগে প্রধান অতিথি এমপি সালাম মুর্শেদী খুলনা প্রেসক্লাব কর্তৃক নির্মাণাধীন ব্যাংকুয়েট হল পরিদর্শন করেন।
মতবিনিময় সভার শুরুতে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া লিয়াকত আলী মিলনায়তনের পূর্ব পাশের প্রবেশদ্বার উন্মোচনকালে দোয়া পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ।
খুলনা গেজেট/ টি আই