মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, ৬ দফার সৃষ্টি না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। ৬ দফাই ছিল স্বাধীনতা মূল উৎস। তিনি বলেন, বঙ্গবন্ধু ৬ দফাকে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় অনুমোদন নিয়ে জাতীয় ইস্যুতে পরিণত করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু চট্টগ্রাম থেকে শুরু করে সারাদেশে সভা করেন। সর্বশেষ খুলনা থেকে সভা করে ফেরার পথে যশোরে পাকহানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। বঙ্গবন্ধু ‘৬৯ পর্যন্ত দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর একনাগাড়ে কারাবন্দি থাকেন। সেই থেকে বাঙালি জাতি অধিকার আদায়ে আরো ফুঁসে উঠে। আর ‘৬৯ গণ আন্দোলনের মধ্যে দিয়ে বাঙালি জাতি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধুকে মুক্ত করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধু মুক্তি লাভের পরে ‘৭০ এর সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এসময়েও পাকহানাদার বাহিনী বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। ফলে বঙ্গবন্ধু ‘৭১ এর মুক্তিযুদ্ধের ডাক দেন। বঙ্গবন্ধুর এ আহ্বানের মধ্যে দিয়ে বাঙালি জাতি তাদের শোষণ নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে। দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে তেইশ বছরের পাকিস্তানি শাসন, শোষণ ও নির্যাতনের অবসান ঘটে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি অর্জন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এ স্বাধীনতাকে সমৃদ্ধশালী করতে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির আন্দোলনে সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ম্যাগনাকার্টা খ্যাত বাঙালির মুক্তির সনদ ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী সভাপতিত্বে এসময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার মজিবর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. অলোকা নন্দা দাস, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য অধ্যা. রুনু ইকবাল বিথার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মোহাম্মদ ফারুক আহমেদ, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, শেখ মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এস এম আকিল উদ্দিন, মীর বরকত আলী, আইরিন চৌধুরী নীপা, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর কণিকা সাহা, এ্যাড. এনামুল হক, আব্দুল হাই পলাশ, বাদল সরদার বাবুল, নুর ইসলাম, মো. জাহিদুল হক, ইউসুফ আলী খান, এ্যাড. শামীম মোশাররফ, শেখ হাসান ইফতেখার চালু, ফয়জুল ইসলাম টিটো, শেখ এশারুল হক, ওহিদুল ইসলাম পলাশ, মো. সিহাব উদ্দিন, মল্লিক নওশের আলী, গোলাম হায়দার বুলবুল, হাফেজ আব্দুর রহিম, আফরোজা জেসমিন বিথী, শবনম সাবা, আব্দুল ওহাব, জামাল হোসেন, নজীবুল ইসলাম নজু, ফেরদৌস আলম রিতা, রেজওয়ানা প্রধান, মেহজাবিন খান, নাছরিন সুলতানা চন্দ্রা, কোহিনুর বেগম, রেখা খানম, খাদিজা কবীর তুলি, এ্যাড. সাম্মি আক্তার, আইউব আলী খান, বিপ্লব সাহা লব, আওয়াল হোসেন ছোটন, জিলহজ্ব হাওলাদার, মো. শহীদুল হাসান, জব্বার আলী হীরা, মাসুদ হাসান সোহান, ইবনুল হাসান, সংকর কুন্ডুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।