ব্যাট করতে নেমে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। সেখান থেকে রায়ান বার্লের ব্যাটে ১৫৬ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। জবাব দিতে নেমে ওপেনার লিটন দাস, পারভেজ ইমন এবং তিনে নামা এনামুল হক ব্যর্থ হয়েছেন। চারে নামা শান্ত উইকেটে থাকলেও রান করতে পারেননি।
বাংলাদেশ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মাহমুদউল্লাহ ১৩ বলে ১১ করে খেলছেন। তার সঙ্গী আফিফ। নাজমুল শান্ত ২০ বলে কোন বাউন্ডারি ছাড়া ১৬ করে আউট হয়েছেন। লিটন ৬ বলে ১৩ করে আউট হয়েছেন। অভিষিক্ত ইমন করতে পেরেছেন ৬ বলে ২ রান। ব্যর্থতার বৃত্তে থাকা এনামুল করেন ১৪ রান।
এর আগে জিম্বাবুয়ের হয়ে বার্ল ২৮ বলে করেন ৫৪ রান। ছয়টি ছক্কা ও দুটি চার মারেন তিনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন লুক জনজি। এছাড়া ওপেনার রেগিস চাকাভা ১৭ এবং ক্রেগ আরভিন ২৪ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২২ করে রান দিয়ে একটি করে উইকেট নেন মুস্তাফিজ ও মোসাদ্দেক। শেখ মেহেদি ও হাসান মাহমুদ ৪ ওভারে ২৮ করে রান দিয়ে নেন দুটি করে উইকেট। মাহমুদউল্লাহ ২ ওভারে ৮ রানে নেন এক উইকেট। নিয়মিত স্পিনার নাসুম ২ ওভারে ৪০ রান হজম করেন।
খুলনা গেজেট / আ হ আ