৪৭ দিন পর খুলনায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে নগরীর ফারাজী পাড়া এলাকার নুরুল ইসলাম (৭০) নামে এক রোগির মৃত্যু হয়েছে। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের ১৪ জন রোগি ভর্তি রয়েছে। এর মধ্যে রেডজোনে একজন এবং ইয়ালোজোনে ১৩ জন রয়েছে।
খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯ জন। নমুনা পরীক্ষা হয়েছে ১৩৬টি। শনাক্তের হার ০৬.৬২%। এখন পর্যন্ত খুলনায় করোনায় আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৬৩ জন। মারা গেছেন ৭৭৮ জন।
খুলনা গেজেট/এনএম/ টি আই