উনিশ শতকে ফ্রান্সের শাসনভার পালন করা নেপোলিয়ান বোনাপোর্টর টুপিটি নিলামে বিক্রি হয়েছে। ২১ লাখ মার্কিন ডলার টুপিটি বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৩ কোটি ১৬ লাখ টাকা। তবে নিলামকারী প্রতিষ্ঠান ধারণা করেছিল টুপিটি বড়জোর ৭ থেকে ১০ কোটি টাকায় বিক্রি হতে পারে।
তবে যে ব্যক্তি ফরাসি সম্রাট ও সেনানায়ক নেপোলিয়ান বোনাপার্টের টুপিটি কিনেছে তিনি তার নাম পরিচয় প্রকাশ করেননি। খবর বিবিসি।
ইতিহাসবিদেরা বলছেন, টুপিটি ছিল নেপোলিয়ানের ‘ট্রেডমার্ক’ পোশাক। এই টুপিটি পরা থাকলেই বোঝা যেত ব্যক্তিটি নেপোলিয়ান। তার এমন প্রায় ১২০টি টুপি ছিল। এর মধ্যে এখন রয়েছে মাত্র ২০টি, প্রায় সবই ব্যক্তিগত সংগ্রহে।
টুপিটি ছাড়াও নেপোলিয়ানের ব্যবহৃত ও উনিশ শতকে তার শাসনামলের আরও কিছু জিনিসপত্র রোববারের নিলামে তোলা হয়। এর মধ্যে রয়েছে নেপোলিয়ানের ব্যবহার করা ঘোড়ার গাড়ি, কাঠ দিয়ে তৈরি বিশেষ ধরনের ব্যাগ, খুর, রুপালি টুথব্রাশ, একটি কাঁচিসহ আরও কিছু স্মৃতিচিহ্ন।
নেপোলিয়ানের টুপি ও অন্যান্য স্মৃতিচিহ্ন নিলামে তুলেছে ফরাসি নিলামকারী প্রতিষ্ঠান ওসেনাত। প্রতিষ্ঠানটির প্রধান জ্যঁ-পিয়েরে ওসেনাত বলেন, যারা নেপোলিয়ানের স্মৃতিচিহ্ন সংগ্রহ করেন, তাদের কাছে এই টুপি পাওয়ার জন্য মুখিয়ে আছেন।
খুলনা গেজেট/এনএম