করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের তৃতীয় দিনে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রবিবার (১১ এপ্রিল) টিকা নিয়েছেন খুলনা ১ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শুনীল শুভ রায়, বটিয়াঘাটা থানার ওসি রবিউল কবীর, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দিলীপ হালদার, বটিয়াঘাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, আ’লীগ নেতা ও সাবেক ছাত্র লীগ নেতা শেখ ওয়াহিদুর রহমান সহ প্রায় ৪ শতাধিক মানুষ দ্বিতীয় ডোজের এই করোনা ভ্যাকসিন গ্রহন করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানের চেম্বারে জাতীয় সংসদের হুইপ টিকা গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন টিএইচএ ডাঃ মিজানুর রহমান, আরএসও সুকান্ত বিশ্বাসসহ অনান্য ডাক্তার ও সিনিয়র নার্সরা। গত ৩ দিনে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৯ শ ৩৮ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহন করেন।
খুলনা গেজেট/ এস আই