মিশেল স্টার্কের গতির কাছে পরাস্ত হন ওপেনার তানজিদ তামিম। শূন্য করে বোল্ড হন তিনি। শুরুতেই টপ অর্ডারের চিরচেনা বিপর্যয়ের শঙ্কা জাগে। তবে লিটন দাস ও তিনে নামা নাজমুল শান্ত ধাক্কা সামলে নেন। তারা ৫৮ রানের জুটি গড়েন। পরেই আউট হন লিটন ও চারে নামা রিশাদ।
তবে শান্ত ও হৃদয়ের ব্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মোটামুটি ভালো রান করার আশা জাগায় বাংলাদেশ। পরেই শান্ত আউট হলে ও সাকিব-রিয়াদরা রান না পাওয়ায় ৮ উইকেটে ১৪০ রানে আটকে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচ শেষে অধিনায়ক শান্ত জানিয়েছেন, উইকেট কিছুটা ধীর হলেও ভালো ছিল। তাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল, ‘উইকেট ভালো ছিল, কিছুটা ধীর ছিল বলতে হবে। আমার মনে হয়, আমাদের এখানে ১৭০ রান করা উচিত ছিল।’
নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘আমার ব্যাটিং মোটামুটি ঠিক যাচ্ছিল, এখানে ব্যাটিং উপভোগ করছি। তবে আমার আরও ভালো করতে হতো। আজকের মতো টপ অর্ডারে রান পাওয়া খুব দরকার ছিল। এটা সামনে দলকে উজ্জীবিত করবে। আশা করছি বোলাররা আগের মতো ভালো করবে। ভারতের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা করছি।’
খুলনা গেজেট/এনএম