খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূস ১৮ কোটি জনগণের, পদত্যাগ চাই না : ফারুক
  ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

মাঠে ফিরেই বিদায় নিলেন নেইমার

ক্রীড়া প্রতিবেদক

চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। অবশেষে কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে মাঠে ফেরেন তিনি। শুক্রবার (২৩ মে) সকালে অনুষ্ঠিত ম্যাচে বেঞ্চে থেকে শুরু করলেও দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মাঠে নামান সান্তোস কোচ ক্লেবার হাভিয়ার।

তবে প্রত্যাবর্তনের ম্যাচটি মোটেও সুখকর হয়নি নেইমারের জন্য। প্রথম লেগে ১–১ গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগও শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। যদিও টাইব্রেকারে প্রথম শটে গোল করেন নেইমার, তবু শেষ পর্যন্ত ৫–৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সান্তোস।

ম্যাচ শেষে হতাশ নেইমার বলেন, জানি, আমি মাঠে নামলে পরিস্থিতি ভিন্ন হয়। ২০ বা ২৫ মিনিটেই পার্থক্য গড়ে দিতে পারি। কিন্তু সবকিছু শুধু আমার ওপর নির্ভর করতে পারে না। সবাই জানে আমরা কী অবস্থায় আছি এবং এখান থেকে বের হতে হলে সব খেলোয়াড়কে দায়িত্ব নিতে হবে।

৩০ জুন সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো জানি না।

দলের বিদায়ের পাশাপাশি হোটেল ছাড়ার সময় ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হন নেইমার। তার হোটেল ত্যাগের সময় ভক্তদের উত্তেজনায় সুরক্ষাবেষ্টনী ভেঙে পড়ে। তবে ভিডিওতে দেখা গেছে, সেই মুহূর্তেও ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে হাত নাড়েন এবং হাত মেলান নেইমার।

চোট কাটিয়ে ফিরে এলেও মাঠে তেমন প্রভাব ফেলতে না পারা, দল থেকে বিদায় এবং চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় নতুন করে চাপে পড়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। এখন দেখার বিষয়, সামনে কী সিদ্ধান্ত নেন নেইমার।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!