রোমান আমলের একটি মুরগির ডিমের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি এই ডিম পাওয়া গেছে যুক্তরাজ্যের আয়লেসবারিতে। এমনকি ডিমটির ভেতরের কুসুম ও অ্যালবুমিন অক্ষত রয়েছে।
ডিমটি নিয়ে গবেষণা করছেন একদল প্রত্নতাত্ত্বিক ও প্রকৃতিবিদ।
যুক্তরাজ্যের বাকিংহামশায়ারে ভবন বানানোর জন্য খনন করার সময় রোমান আমলের একটি গর্ত পাওয়া যায়। সেই গর্তে এক হাজার ৭০০ বছরের পুরোনো হাতে বোনা ঝুড়ি, চামড়ার জুতা আর পশুর হাড়ের সঙ্গে দাগযুক্ত চারটি মুরগির ডিম পাওয়া যায়। ডিমগুলো কেন্ট বিশ্ববিদ্যালয়ে স্ক্যান করা হয়। দ্য গার্ডিয়ান।
খুলনা গেজেট/এনএম