খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
  গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬

১৬ বছরে একটি প্রকল্পের কাজেও টেকসই উন্নয়ন হয়নি: আলি আজগর লবি

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলি আজগার লবি বলেছেন, আওয়ামী লীগ ১৬ বছর দেশ শাসন করেছে ঠিক কিন্তু দেশ গড়তে পারেনি। তাদের আমলে একটি প্রকল্পের কাজেও টেকসই উন্নয়ন হয়নি। এখন সময় এসেছে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং সাম্যের বাংলাদেশ গড়ার। শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

বিএনপি নেতা আবজাল হোসেন খানের সভাপতিত্বে তিনি আরো বলেন, ২০০১ সালে নির্বাচনে খুলনা-২ আসন থেকে তিনি জয়লাভ করেন। আগামী জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির উর্দ্ধতন নেতৃবৃন্দের নির্দেশে তিনি নিজেকে খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা দিয়েছেন। বিএনপি ক্ষমতায় আসলে এবং খুলনা-৫ আসন থেকে জয়লাভ করতে পারলে তার প্রথম কাজ হবে বিলডাকাতিয়াসহ ডুমুরিয়ার উত্তরাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান। পাশাপাশি অবহেলিত ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা হবে টেকসই উন্নয়নে রোল মডেল।

এসময়ে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এফএম গোলাম সরোয়ার, ড. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএম মনিরুজ্জামান সোহাগ, খান আরাফাত প্রমুখ।

প্রসঙ্গত, মোহাম্মদ আলি আজগার লবি ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের সম্ভ্রান্ত এক পরিবারের সন্তান। তার বাবা মৃত এএইচএম আলী হাফেজ। স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে তার। পরিবার পরিজন নিয়ে তিনি (বর্তমান) ঢাকায় বসবাস করেন। আলি আজগার লবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!