খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

১৪১ রানের লিড শ্রীলঙ্কার, সাকিবের ৫ উইকেট

ক্রীড়া ডেস্ক

ঢাকা টেস্টে বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে ৫০৬ রানে থেমেছে সফরকারী শ্রীলঙ্কার ইনিংস। এতে প্রথম ইনিংসে ১৪১ রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান।

দিনের প্রথম দুই সেশনে শ্রীলঙ্কা কোনো উইকেট হারায়নি। তবে ম্যাথিউস ও চান্দিমালের ১৯৯ রানের পার্টনারশিপ থামে দলীয় ৪৬৫ রানে। ২১৯ বলে ১২৪ রানের ইনিংস খেলে এবাদত হোসেন চৌধুরীর শিকারে পরিণত হন চান্দিমাল। এতে খেই হারিয়ে ফেলে লঙ্কানরা। ম্যাথিউস একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও অপর প্রান্তে উপর্যুপরি আঘাত হানেন সাকিব আল হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

শেষপর্যন্ত সাকিব ৫টি ও এবাদত ৪টি উইকেট শিকার করেন। শেষ ব্যাটার হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথিউস রানআউট হলে ৫০৬ রানে থামে লঙ্কানদের ইনিংস। তার আগে ১৬৫.১ ওভার বাংলাদেশকে খাটিয়েছে দিমুথ করুনারত্নের দল। ম্যাথিউস সাজঘরে ফেরার আগে ৩৪২ বলে ১৪৫ রান করেন, হাঁকান ১২টি চার ও ২টি ছক্কা।

সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন, ২য় সেশন শেষে)
টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৬৫/১০ (১১৬.২ ওভার)
মুশফিক ১৭৫*, লিটন ১৪১, তাইজুল ১৫
রাজিথা ৬৪/৫, আসিথা ৯৩/৪

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৫০৬/১০ (১৬৫.১ ওভার)
ম্যাথিউস ১৪৫, চান্দিমাল ১২৪, করুনারত্নে ৮০, ধনঞ্জয়া ৫৮, ওশাদা ৫৭
সাকিব ৯৬/৫, এবাদত ১৪৮/৪

শ্রীলঙ্কার লিড ১৪১ রান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!