খুলনার ডুমুরিয়ায় প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে । গত ১০ দিনে ৬ বাড়ি ও ১টি দোকান চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আংগারদহা গ্রামে আবারও চুরির ঘটনা ঘটেছে। অব্যাহত চুরির ঘটনায় আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন ডুমুরিয়া উপজেলার বাসিন্দারা।
ভূক্তভোগীদের দেয়া তথ্য অনুযায়ী, আংগারদহা এলাকার সুনির্মল অধিকারীর বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা চুরি করে। এই সুনির্মল অধিকারী মোংলা থানায় কর্মরত একজন পুলিশ সদস্য (বর্তমান ডিউটি কর্মরত)। ঘটনার দিন রাতে স্ত্রী খাওয়া দাওয়ার শেষে ঘুমিয়ে পড়ে। রাতে জানালার সিক কেটে ঘরের ভিতর প্রবেশ করে ৭ বছরের পুত্র সন্তান নিলয় অধিকারীর বুকে পিস্তল ঠেকিয়ে উক্ত মালামাল নিয়ে যায়।
পুলিশ সদস্যের স্ত্রী রত্না অধিকারী বলেন, গভীর রাতে ঘরের ভেতর দুইজন প্রবেশ করেছিল। বাইরে ছিল ৫/৭ জন। তাদের হাতে লোহার রড ও পিস্তল ছিল। আমার ছেলেকে অস্ত্র ঠেকিয়ে আমার গলায় থাকা সোনার চেইন, হাতের বালা, কানের দুল ও আলমারিতে থাকা অন্যান্য সোনা, নগত টাকা নিয়ে চলে যায়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/ এসজেড