দুজনে মিলে খুলেছিলেন ‘হার্টব্রেক ইনশিওরেন্স ফান্ড’। প্রতি মাসে সেখানে প্রেমিক-প্রেমিকা রাখতেন ৫০০ রুপি। কথা ছিল, যে আগে প্রেম ভাঙবে, সে এই টাকার অংশ থেকে বঞ্চিত হবে। অর্থাৎ যে প্রতারিত হবে, সেই পাবে টাকা। এরপর প্রেমিকা প্রতারণা করতেই, ভেঙে যায় সম্পর্ক। হয় ব্রেক আপ, চলে হার্টব্রেক। যেহেতু প্রেমিকা প্রতারণা করেছেন, তাই প্রেমিক পেয়ে যান বীমার ২৫ হাজার রুপি।
ঘটনাটি ভারতের। হৃদয়ভাঙা ওই তরুণের নাম প্রতীক। টুইটার পোস্ট করে প্রতীক লিখেছেন, ‘আমি সম্প্রতি ২৫ হাজার রুপি পেয়েছি। কারণ প্রেমিকা আমাকে ঠকিয়েছে। আমরা ‘হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ডে’ ৫০০ টাকা করে জমিয়েছিলাম। শর্ত ছিল, যে আগে প্রতারিত হবে, সে এই বিনিয়োগের টাকা পাবে। চুক্তি মতো সেই টাকাই পেয়েছি’।
ইতিমধ্যে প্রতীকের সেই টুইট নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। অনেকেই সেই পোস্ট ঘিরে মজার মজার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘বিনিয়োগের কথা ভাবছিলাম। এখানে তো ভালই রিটার্ন মিলছে’। কেউ কেউ আবার প্রেমে ভাঙার কারণে টাকা পাওয়া নিয়ে কটাক্ষ করেছেন প্রতীককে।
খুলনা গেজেট/এনএম