মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন এমন রোগীর জন্য অর্থ সংগ্রহ করতে দুঃসাহসিক কাজ করেছেন প্রতিবন্ধী এক পর্বতারোহী। তিনি হুইলচেয়ারে করে ২৫০ মিটার উঁচুতে উঠে সবাইকে তাক লাগিয়ে দেন৷
ওই পর্বতারোহীর নাম লাই চি ওয়াই। হংকংয়ের এই বিখ্যাত পর্বতারোহী গাড়ি দুর্ঘটনায় পা হারানোর আগে ক্লাইম্বিংয়ে চারবার এশিয়া চ্যাম্পিয়ন হয়েছিলেন৷ একসময় সারাবিশ্বে অষ্টম ছিলেন তিনি ৷
শনিবার ১০ ঘণ্টারও বেশি সময় ধরে হুইল চেয়ার চালিয়ে ২৫০ মিটার উঁচুতে ওঠেন ৩৭ বছর বয়সী এই ব্যক্তি।
১০ বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় সাবেক এই পর্বতারোহীর কোমরের নীচের অংশ অবশ হয়ে যায়। এরপরও দমে যাননি। হুইল চেয়ারে করে ক্লাইমিং মিশন চালিয়ে যান। তবে এতদিন কোলুন উপত্যকার ৩০০ মিটার উঁচু নীনা টাওয়ারের চূড়ায় উঠতে পারেননি৷
শনিবার এই অসাধ্য সাধন করেন লাই চি ওয়াই। এর পর তিনি বলেন, আমি সত্যিই ভয় পেয়েছিলাম, পাহাড়ে ওঠার সময় পাথর বা ছোট ছোট গর্তগুলোতে ধরা যায়, কিন্তু এখন আমার গ্লাস দিয়ে শুধু তারের দড়ির ওপর ঝুলে থাকতে হয়৷
তবে এই দুঃসাহসিক কাজে রোগীদের জন্য ছয় লাখ ৭০ হাজার ৬৩৯ ডলার সংগ্রহ করতে পেরে তিনি আনন্দিত৷
লাই চি ওয়াই বলেন, আমি প্রতিবন্ধী তা ভুলে গিয়েছিলাম৷ আমি এখনও স্বপ্ন দেখতে পারি, যা পছন্দ করি সেটি করতে পারি৷ তবে অনেকেই প্রতিবন্ধীদের অসুবিধাগুলো বুঝতে পারেন না৷ তাদের ধারণা– আমরা দুর্বল, অসহায় এবং আমাদের সাহায্যের প্রয়োজন৷ তথ্যসূত্র: ডয়চে ভেলে।
খুলনা গেজেট/কেএম