খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

হিরো আলমকে নিয়ে টুইট, জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে ক্ষোভ প্রকাশ

গেজেট ডেস্ক

হিরো আলম নিয়ে টুইট করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে অসন্তোষ জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডেকে নিয়ে এই অসন্তোষ জানান অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।

ছুটিতে থাকায় জাতিসংঘ আবাসিক প্রতিনিধির পক্ষে হাজির হন ভারপ্রাপ্ত প্রধান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়ন অংশীদার হয়ে রাজনীতিতে মাথা ঘামানো অনুচিত।

সামাজিক মাধ্যম থেকে রাজনীতির মাঠ হিরো আলম এখন দেশের মানুষের মুখেমুখে। সবশেষ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মার খেয়ে আবারো খবরের শিরোনাম তিনি। তাই উদ্বেগ জানিয়ে টুইট করেন ঢাকার জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। একই প্রতিক্রিয়া জানায় ১৩টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।

তবে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রতিক্রিয়া নয় বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। এতে ক্ষুব্ধ হয় ঢাকা। সেই টুইট নিয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) লুইস গোয়েনকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তিনি দেশে না থাকায় তার প্রতিনিধিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান ও ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর শেলডন ইয়েট।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তাকে অসন্তোষের কথা জানানো হয়। পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে। আর মন্ত্রী বলেন, উন্নয়নের অংশীদার হয়ে জাতিসংঘের কাছ থেকে রাজনৈতিক মন্তব্য কাম্য নয়।

তবে বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে কিছু বলতে নারাজ জাতিসংঘের প্রতিনিধি।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!