খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

হিন্দু সম্প্রদায়ের দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ সড়ক পরিবহন শ্রমিক লীগের

মহানগর শ্রমিক লীগ আয়োজিত খুলনা সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে শুক্রবার (২৩ অক্টোবর) দলীয় কার্যালয়ে বেলা ১১টায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

তিনি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কোন স্থান নেই। বর্তমানে কিছু অপপ্রচারকারীরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে এ দেশকে স্বাধীন করেছিলেন। বিএনপি-জামায়ত বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে নানাভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এ ষড়যন্ত্রকারীদের বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। তাদের সকল অপপ্রচারকে আমাদের প্রতিহত করতে হবে। কোন অবস্থাতে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ক্ষমা করা হবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে যারাই বাধার সৃষ্টি করবে তাদের জাতি ক্ষমা করবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন সোহেল। এসময়ে উপস্থিত ছিলেন, মো. দাউদ মোল্লা, মো. সাইফুল্লাহ টুকু, মো. নাসির খান, এইচ এম রাজু, সোহেল বিন জয়নাল, সুমন, ওয়াসিম আকরাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্য শেষে হিন্দু সম্প্রদায়ের দরিদ্র নারী ও পুরুষের মাঝে নগদ অর্থ সহ বস্ত্র বিতরণ করা হয়।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!