খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
রাষ্ট্রকে জনগণের সম্ভ্রম সুরক্ষার দাবি

হাসপাতাল চত্বরে ধর্ষিতা ও তাঁর মাকে ফিল্মিস্টাইলে অপহরণ: শাস্তি দাবি বিএনপির

গেজেট ডেস্ক

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সামনে থেকে ধর্ষিতা ও মাকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে হাসপাতাল প্রশাসন ও পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে ফিল্মিস্টাইলে অপহরণের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমের অনলাইনভার্সন ও টেলিভিশনে দেখে খুলনাসহ দেশবাসী বিষ্মিত ও গভীর উদ্বিগ্ন।

খুলনা বিএনপির নেতৃবৃন্দ এক বিবৃতিতে অবিলম্বে নির্যাতিত তরুণীকে উদ্ধার, ধর্ষকের দৃষ্টান্তমুলক সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করে রাষ্ট্রকে জনগণের সম্ভ্রম সুরক্ষার দাবি জানান।

বিএনপি নেতারা বলেছেন, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার তরুণীকে খুমেক হাসপাতালের ওসিসি’র সামনে থেকে অপহরণে ডুমুরিয়া আ’লীগের কয়েকজন নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বররা অংশ নেন। ঘটনাস্থল থেকে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের চাচাতো ভাই ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানকে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেছে। এতে সহজেই প্রতীয়মান হয় যে, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতেই হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। ধর্ষণের শিকার নির্যাতিত নারীর নিরাপত্তা দিতে এ ব্যর্থতা শুধু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের নয় সমগ্র রাষ্ট্রের। সরকার পুলিশ প্রশাসনকে দিয়ে শুধু বিএনপি তথা বিরোধী দল-মতের নেতাকর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে হয়রানির কাজে ব্যবহার করছে।

বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, জনপ্রতিনিধি হিসেবে ন্যাক্কারজনক দৃষ্টান্তস্থাপনকারী ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকে অবিলম্বে গ্রেপ্তার দৃষ্টান্তমুলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সাথে অপহরণের ঘটনাস্থল থেকে আটক রুদাঘরা ইউপি চেয়ারম্যান ধর্ষকের চাচাতো ভাই গাজী তৌহিদুজ্জামানকে রিমান্ডের নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নির্যাতিত অপহৃতাকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা, নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।

বিএনপি নেতারা  অপহরণকারীদের অতর্কিত হামলায় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহকালে আহত যমুনা টেলিভিশনের খুলনার স্টাফ রিপোর্টার প্রবীর বিশ্বাস ও এসএ টিভি’র ক্যামেরাপারসনের সুস্থ্যতা কামনা করেছেন।

বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। – খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!