খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

হরতাল সফল করার লক্ষ্যে খুলনায় বাম জোটের মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

বাম গণতান্ত্রিক জোট আহুত জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বৃহস্পতিবার সারা দেশে অর্ধ-দিবস (৬টা-১২টা) হরতাল সফল করার লক্ষ্যে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিকচার প্যালেস মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার অযৌক্তিভাবে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দাম বৃদ্ধি, বিপিসি’র লোকসান, ভর্তুকী দিতে সরকারের অক্ষমতা এবং তেল পাচারের দোহাই দিয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখন দু’ধাপ কমেছে। বিদ্যুৎ ব্যবসায়ীদেরকে ভর্তুকী দিয়ে বাড়তি দামের বোঝা জনগণের উপর চাপানো হচ্ছে। এলএনজি-এলপিজি ব্যবসায়ীদের স্বার্থে গত ৭/৮ বছর ধরে দেশের গ্যাসক্ষেত্রসমূহ থেকে গ্যাস উৎপাদন কমিয়ে দেয়ায় আমাদের জ্বালানি খাত বর্তমানে বিদেশনির্ভর হয়ে পড়েছে। ইউরিয়া সারের দাম ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে কৃষকরা ফসল উৎপাদনে বাড়তি ব্যয়ের বোঝায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেলের দাম বৃদ্ধির অজুহাতে পরিবহন মালিকরা অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি করেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। পাশাপাশি বাড়ি ভাড়া ও পরিবহন ভাড়াসহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। তাই ২৫ আগস্ট দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করে আওয়ামী সরকারের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য খুলনাবাসীর প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন জোটের খুলনা জেলা কমিটির সমন্বয়ক ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক এস এ রশীদ, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, জেলা সদস্য কাজি দেলোয়ার হোসেন, আনিসুর রহমান মিঠু, সিপিবি মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সিপিবি জেলা সদস্য এড. রুহুল আমিন, এড. চিত্তরঞ্জন গোলদার, বাসদ খুলনা জেলা সদস্য কোহিনুর আক্তার কনা, আব্দুল করিম, সনজিত ম-ল, সিপিবি খুলনা মহানগর নেতা মোস্তাফিজুর রহমান রাসেল, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, তোফাজ্জেল হোসেন, হুমায়ুন কবির, অধ্যাপক সঞ্জয় সাহা, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, এড. সন্দীপ রায়, এস এম চন্দন, এড. প্রীতিষ ম-ল, গাজী আফজাল, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, ফজলুর রহমান, দুলাল সরকার, পলাশ দাস, ষরীফুল ইসলাম সেলিম, আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, ধীমান বিশ্বাস, তুষার বর্মণ, জামাল হোসেন, সাইদুর রহমান বাবু, সৌরভ সমাদ্দার, সৌমিত্র সৌরভ, হুজাইফা আল আমিন, হারুনুর রশীদ, রেখা খাতুন, মাহিলা আক্তার আনিকা, শৈশব কান্তি রায়, মিঠুন ম-ল, উজ্জ্বল বিশ্বাস, মোঃ সজীব প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!