ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক সর্বকালের শ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে নগরীর খানজাহানআলী থানার ফুলবাড়িগেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) বাদ আছর ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ফুলবাড়িগেট বাজার জামে মসজিদের পেশ ঈমাম মো. হাফিজুর রহমান।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন ফুলবাড়িগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ফুলবাড়িগেট বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হুমায়ুন কবির বাচ্চু, জাব্দীপুর মাদ্রাসার সুপার মুফতি মানসুরুল রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ফখরুদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আজিজুর রহমান, সাবেক কেসিসি ২ নং ওয়ার্ড কমিশনার মো. সাইফুল ইসলাম, মাওলানা মো. শোয়ায়েব, মাওলানা জাহিদুল ইসলাম, নুরুল ইসলাম, ক্কারী কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান প্রিন্স, বিএনপি নেতা ইকবাল হোসেন মিজান, জাহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে তৌহিদী জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল খুলনার যশোর-মহাসড়কের ফুলবাড়িগেট এলাকা প্রদক্ষিণ করে। ফুলবাড়িগেট এলাকার তৌহিদী জনতা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ধর্মপ্রাণ মুসলমানদের ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।
খুলনা গেজেট/এএজে