হঠাৎই মিরপুরে হাজির সদ্য ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ত্যাগ করা তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো, পুনরায় অবসর ভেঙে ফেরা এবং অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘটনার পর প্রথমবারের মতো রোববার (৬ আগস্ট) মিরপুরে পা রাখেন তামিম।
এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় দলের বাকি ক্রিকেটাররা যখন ফিটনেস নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তখন তামিম মিরপুরে এসে বিসিবির মেডিকেল বিভাগে যান। মেডিকেল বিভাগ থেকে বের হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে কিছু সময় কাটিয়ে মাঠ ছাড়েন তামিম। ধারণা করা হচ্ছে, নিজের শারীরিক অবস্থা এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে আলোচনা করতেই এদিন মাঠে এসেছিলেন তামিম।
লন্ডনে কোমরের চোটের চিকিৎসা করিয়ে ৩১ জুলাই দেশে ফিরেন তামিম। এক সপ্তাহ বিশ্রাম শেষে অল্প করে ফিটনেস এবং পুনর্বাসনের কাজ শুরু করার কথা রয়েছে তামিমের ।
বিসিবি আশা করছে, পূর্ণ ফিট হয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই মাঠে ফিরবেন তামিম। একই সঙ্গে পূর্ণ ফিট অবস্থায় তাকে বিশ্বকাপে দেখা যাবে বলেও প্রত্যাশা বোর্ডের।