এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুত্ব আহত চুকনগরে পেপার বিক্রেতা নুর উদ্দীন গাজীর ছেলে মোঃ তসলিম গাজীর (৬) জন্য মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। বর্তমানে তার শিশুটি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হকার নুর উদ্দীন জানায়, গত ৩দিন আগে চুকনগর খুলনা মহাসড়কের চাকুন্দিয়া কালভার্টের সামনে একটি মোটর সাইকেল তার একমাত্র ছয় বছরের শিশু পুত্র তসলিমকে ধাক্কা দিয়ে চলে যায়। এ দূর্ঘটনায় তার মাথা ফেটে গিয়ে সে গুরুত্বর আহত হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংঙ্কাজনক। কিন্তু টাকা অভাবে ছেলেটিকে কোন চিকিৎসা দিতে পারছে না। তাই তার অনুরোধ যদি তাকে কিছু মানবিক বা আর্থিক সহযোগীতা করা হয়। তাহলে তার বুকের ধনকে বাঁচানো সম্ভক্ষ। হকার নুর উদ্দীনের বিকাশ নং-০১৯১৫-৯৪১৬০৯।