স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগীয় টিম প্রধান জামাল হোসেন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে খুলনা মহানগরীর ডালমিল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমতাজুল হক বলেন, যশোরের চেক ডিসঅনার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানায় জামাল হোসেন তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে যশোর আদালতে প্রেরণ করা হবে।