খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা সুবিধা প্রাপ্তির লক্ষ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর পক্ষে খুলনা শাখার ব্যবস্থাপক মোঃ সোহেল চৌধুরী। পরে স্বাক্ষরিত এমওইউর কপি উভয়পক্ষের মধ্যে হস্তান্তর করা হয়।
স্বাক্ষরিত এমওইউ অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকল ল্যাব পরীক্ষায় ৩০%, রেডিওলজি এবং ইমেজিং এ ২৫% এবং বার্ষিক স্বাস্থ্য চেক-আপ প্যাকেজের পরীক্ষা-নিরীক্ষাসমূহে ২৫% ছাড় পাবেন। এমওইউ অনুযায়ী আগামী ৫ বছরের জন্য সকলে এই বিশেষ সুবিধা পাবেন।
এমওইউ স্বাক্ষর অনুুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর একাউন্টস অফিসার মোঃ শফিকুল ইসলাম ও মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ মাসুম বিল্লাহ।
খুলনা গেজেট/ টিএ