খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত

স্বাস্থ্যবিধি নিশ্চিতে আগামীকাল থেকে খুলনায় বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ মাসের সভা আজ রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষ হতে জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত হয়।

সভায় স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধির প্রতি অধিকতর যত্নশীল হওয়া প্রয়োজন। স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানার কারণে খুলনা জেলায় করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, স্বাস্থ্যবিধি সঠিকভাবে প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতে আগামীকাল থেকে জেলায় বিশেষ অভিযান চলবে।

বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ সংশ্লিষ্ট উপজেলার পরিবার পরিকল্পনা দপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শকের স্বল্পতার বিষয়ে সভায় দৃষ্টি আকর্ষণ করেন।

জেলা প্রশাসক বলেন, সকল দপ্তরের সরকারি উন্নয়ন কাজের পরিকল্পনা ও বাস্তবায়নে এসডিজির বিষয়টি মাথায় রাখতে হবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, নদী তীরবর্তী অবৈধ স্থাপনা চিহ্নিতকরণের কার্যক্রম চলমান আছে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, আগামী ১১ এপ্রিল খুলনা জেলার নয়টি উপজেলার ৩৫টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা চেয়ারম্যানদের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক সাইফুর রহমান খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খায়রুল আলমসহ সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!