খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

স্বাধীনতার বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : সালাম মূর্শেদী

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মুজিবীয় বক্তৃতায় অংশ গ্রহন করে ও শেষে তাদেরকে পুরস্কৃত করা হয়।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন, স্বাধীনতার বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের পর মুক্তিকামী জনতা ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। অবশেষে নয় মাস মুক্তিযুদ্ধের পর আমরা পেয়েছিলাম এদেশের লাল সবুজের পতাকা। আর এই স্বাধীনতার পতাকা ধরে রাখতে হলে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তবেই হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।

তিনি আরো বলেন, দেশ আজ বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বিশ্বের মানচিত্রে। তাই এদেশের উন্নয়নের ধারা বজায় রাখতে হলে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আগামী সংসদ নির্বাচনের আগে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।

সাংবাদিক কৃষ্ণ গোপালের পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, যুগ্ম সাঃ সম্পাদক ইমদাদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, আ’লীগ নেতা স,ম জাহাঙ্গির, আঃ গফুর খান, যুবলীগ নেতা বাদশা মিয়া, নোমান ওসমানী রিচি, খায়রুজ্জামান সজল প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলী মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জী, তথ্য বিষয়ক কর্মকর্তা দিলশান আরা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আশিকুজ্জামান তানভির, সারিরুল ইসলাম হিমেল প্রমূখ।
এর আগে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!