খুলনা, বাংলাদেশ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২২ মে, ২০২৪

Breaking News

  উল্লেখযোগ্য সহিংসতা হয়নি, ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি : সিইসি
  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
  দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

“স্বর্গে আমরা একসাথে ফুটবল খেলবো”

ক্রীড়া প্রতিবেদক

আমরা একদিন স্বর্গে একসঙ্গে ফুটবল খেলব’—কথাটা পেলের। চিরপ্রতিদ্বন্দ্বী চিরবিদায় নেওয়ার পর ব্রাজিল কিংবদন্তির আশা। আহা, মৃত্যু অমোঘ নিয়ম হলেও এমন আশার কথা বলতে পেলেরও নিশ্চয়ই হৃদয় ভেঙে গেছে!

গোটা বিশ্ব-ই যে শোকে পাথর হয়ে পড়বে সে তো জানাই। ডিয়েগো ম্যারাডোনা শুধু কিংবদন্তি নন, অনেকের কাছেই ফুটবল নিয়ে আবেগের অপর নাম। সেই চিরায়ত আবেগ আজ দেহত্যাগ করেছে আর্জেন্টিনায় তাঁর নিজ বাসভবনে। ম্যারাডোনা আর নেই!
ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার টুইটে সে কথাই বলেছেন, ‘আর্জেন্টিনা থেকে জানানো হয়েছে ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। আমার প্রজন্মে তিনি অনেক ব্যবধানে এগিয়ে থাকা সেরা ফুটবলার এবং তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা।

আশীর্বাদপুষ্ট কিন্তু সমস্যাসংকুল জীবন কাটানোর পর আশা করি ঈশ্বরের হাতে তিনি শান্তি খুঁজে পাবেন।’

শান্তি? ম্যারাডোনা সম্ভবত শুধু বলের সঙ্গেই শান্তি খুঁজে পেয়েছেন। এ ছাড়া মাঠের বাইরে তাঁর জীবন যতটা বর্ণিল, ততটাই বিদ্রোহ ও বিতর্কের অপর নাম।
জাতীয় দলের কথা তোলা থাক, ইতালিয়ান ক্লাব নাপোলিকেও প্রায় একাই লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন ম্যারাডোনা। সাধারণ মানের এক ক্লাব থেকে নাপোলিকে তিনি তুলে এনেছিলেন সেরাদের কাতারে। নেপলসে ‘ম্যারাডোনা’—অনেকের কাছেই ধর্ম।

সর্বকালের সেরা দৌড়বিদ উসাইন বোল্ট ম্যারাডোনার মৃত্যুতে টুইট করেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি।’

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও-র টুইট, ‘আমার বন্ধু চলে গেল। ম্যারাডোনা, কিংবদন্তি! বল পায়ে তিনি বিশ্বজয় করেছিলেন, আনন্দ ও অনন্য ব্যক্তিত্বও ছিল। আমি অনেকবারই বলেছি কথাটা, মাঠে যত খেলোয়াড় দেখেছি তাদের মধ্যে ম্যারাডোনাই সেরা।’

ম্যারাডোনার ইতালিয়ান ক্লাব নাপোলির টুইট, ‘সব সময় আমাদের হৃদয়ে থাকবে। বিদায়, ডিয়েগো।’ এই নাপোলিকে আশির দশকে অন্যতম সেরা ক্লাবে পরিণত করেছিলেন তিনি। ম্যারাডোনাকে সেখানে পূজা করার চোখে দেখেন অনেকে।

ইউরোপে পা রাখার আগে আর্জেন্টিনায় বোকা জুনিয়র্সের হয়ে খেলেছেন ম্যারাডোনা। সবাই সেখানে তাঁকে ভালোবেসে ‘ডিয়েগো’ নামে ডাকতেন। ভালোবাসার মানুষটির চির বিদায়ের পর বোকার টুইট, ‘চিরকালীন ধন্যবাদ। চিরকালের ডিয়েগো।’

স্পেনের বিশ্বকাপজয়ী কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের টুইট, ‘ফুটবলের জন্য দুঃখের দিন। ম্যারাডোনা চলে গেছেন। শান্তিতে থাকুন খেলাটির প্রতিভা।’

পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের টুইট, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন। পুরো পৃথিবীকে আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ।’

সর্বকালের সেরার প্রশ্নে ম্যারাডোনার সঙ্গে যাঁর বিতর্ক জমেছে সবচেয়ে বেশি, সেই পেলেও টুইট করেন। তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তির টুইট, ‘কী দুঃখের খবর। আমি আমার অসাধারণ এক বন্ধুকে হারালাম। এখন অনেক কিছুই বলা হবে। আপাতত তার পরিবারকে শোক সহ্য করার শক্তি দিন সৃষ্টিকর্তা। আশা করি, আমরা একদিন স্বর্গে ফুটবল খেলব।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!