খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে বেসরকারি স্বপ্নপুরী আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। এ সময় নকশা বর্হিভূতভাবে নির্মাণ করা দুটি ভবনের খেলাপী অংশ ভেঙ্গে ফেলে কেডিএর শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় অভিযান শুরু হয়। আবাসিকের জি এম কামরুল হাসানের মালিকানাধীন দুই তলা ভবন এবং রিয়াজুল আমিনের এক তলা ভবনের খেলাপী অংশ অপসারণ করা হয়। এ সময় কেডিএর স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শবনম সাবা, অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান, ইমারত পরিদর্শক আবদুল হান্নানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেডিএর অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান জানান, জি এম কামরুল হাসান ভবনের নকশা অনুমোদন নিয়েছেন। কিন্তু নির্মাণের সময় দুই পাশে এবং সামনের জায়গা ছাড়েননি। দ্বিতীয় তলায় গিয়ে তিনি সড়কের ওপরই স্থাপনা নির্মাণ শুরু করেন। রিয়াজুল আমিনও সড়কের গা ঘেষে ভবন নির্মাণ করছিলেন। দুটি ভবনের খেলাপী অংশ অপসারণ করা হয়েছে।
খুলনা গেজেট/এইচ