খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে চাঁদাবাজি বন্ধ না হলে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের নামে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে চাঁদাবজি ও বিভিন্ন দপ্তরে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি শ্রমিক সংগঠন ও ট্রান্সপোর্ট সমিতির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ভোমরা স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক এ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত চারটি শ্রমিক সংগঠন ও দুইটি ট্রান্সপোর্ট সমিতির যৌথ সভায় উল্লেখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আমদানী ও রপ্তানীকারক এ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ট্রান্সপোর্ট ইউনিয়নের কার্যনিবাহী সদস্য কাজী আক্তার হোসেন, আমদানী ও রপ্তানীকারক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন, বানিজ্য বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক মো. আসাদুল ইসলাম, কাস্টমস্ বিষয়ক সম্পদক মো. জাকির হোসেন মন্টু, ভোমরা স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-১১৫৯ এর সভাপতি মো. আনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-১১৫৫ এর সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হারুণ অর রশিদ, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন -১৭২২ এর সভাপতি মো. শামসুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-১৯৬৪ এর সভাপতি মো. আশরাফুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ-৮৬/সাত এর সভাপতি মো. ফিরোজ হোসেন, ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতি লিঃ-৮৭/সাত এর সাধারণ সম্পাদক মো. রমজান আলী প্রমূখ।

ভোমরা স্থলবন্দর সংলগ্ন জিরো পয়েন্টে চাঁদাবাজি ও বিভিন্ন দপ্তরের হযরানির প্রতিবাদে মানববন্ধন ও ধর্মঘটসহ যে কোনো ধরনের কর্মসূচি সফল করতে যৌথ সভায় নেতৃবৃন্দ একমত পোষণ করেছেন।

সভায় আমদানী ও রপ্তানীকারক এ্যাসোসিয়েশনের কার্যক্রম নিয়ে সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সভাপতি এজাজ আহমেদ স্বপন এবং সাধারণ সম্পাদক মাকসুদ খান স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবর প্রেরিত চিঠির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বক্তারা বলেন, জিরো পয়েন্টে চাঁদাবাজি ও বিভিন্ন দপ্তরের হয়রানির প্রতিবাদ করায় আমদানী ও রপ্তানীকারক এ্যাসোসিয়েশন এর নিবন্ধন নিয়ে মনগড়া প্রশ্ন তোলা হচ্ছে । সংবিধানের “৩৮” অনুচ্ছেদের নাগরিকদের সংগঠন করার অধিকার দিয়েছে। সেক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক নয়। অথচ জিরো পয়েন্টে চাঁদাবাজি জায়েজ করতে সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের সুবিধাভোগী কতিপয় নেতা মিথ্যা কল্পকাহীনি রচনা করে সাধারণ ব্যবসায়ীদের বিভ্রান্ত করছে। দ্রুত সময়ের মধ্যে জিরো পয়েন্টে চাঁদাবাজি বন্ধ না হলে মানবন্ধন ও ধর্মঘটের কর্মসূচি সফল করা হবে বলে জানান বক্তারা ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!