মেহেরপুরে দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুনকে হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম ও প্রথম স্ত্রী জমেলা খাতুনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় প্রদান করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে ৩০ জানুয়ারি সদর উপজেলা যাদবপুর গ্রামের নবী ছদ্দিনের ছেলে সাইদুল ইসলাম প্রথম স্ত্রী জমেলা খাতুনের সহযোগিতায় তার দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুনকে হত্যা করে যাদবপুর মাঠের মধ্যে পুঁতে রাখে। পরে গ্রামের কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্তের পর সদর থানার এসআই হাসান ইমাম নিহতের স্বামী ও প্রথম স্ত্রীকে আসামি করে আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে আজ সকাল সাড়ে ১১টার দিকে ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে স্বামী ও প্রথম স্ত্রীকে ফাঁসির রায় প্রদান করেন।
সরকার পক্ষের কৌঁসুলি হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী শহিদুল ইসলাম।
আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম জানান, আসামিরা আদালতের আদেশে জামিন পান। পরে হাজিরা না দেওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিলে আসামিরা পলাতক অবস্থায় আছেন। তবে, এই আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানান তিনি।
খুলনা গেজেট / এমএম