নগরীর মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিলে শ্রমিকদের সাপ্তাহিক মজুরীর দিন বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মিল কতৃপক্ষ শ্রমিকদের মজুরি প্রদান করেনি। অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষ মিলের উৎপাদিত পণ্য কৌশলে মিল থেকে বের করে নিয়ে গেছে। এ নিয়ে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ করেছে।
শ্রমিকরা জানান, বৃহস্পতিবার মুজুরী না পেয়ে শ্রমিকরা মিলের ভিতরে বিক্ষোভ শুরু করেন । খবর পেয়ে খুলনা শিল্প পুলিশ ও খানজাহান আলী থানার ওসি তদন্ত পলাশ কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুদ্ধ শ্রমিক ও বর্তমানে মিলের ইজারা নিয়ে পরিচালনাকারী ম্যানেজমেন্ট এর সাথে ফোনে কথা বলেন। মিল কর্তৃপক্ষ আগামী শনিবার এর মধ্যে আন্দোলনরত শ্রমিক নেতাদের বৈঠকের মাধ্যমে মুজুরী পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। পরে শ্রমিকরা তাদের বিক্ষোভ স্থগিত করেন।
শ্রমিক নেতা শেখ আমজাদ হোসেন বলেন, শনিবার এর মধ্যে যদি শ্রমিকদের বকেয়া পরিশোধ করা না হয় তাহলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
খুলনা গেজেট/ এএজে