বাগেরহাটে সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে বাগেরহাট রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রমে এ অনুষ্ঠান হয়। ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) আওতায় “সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ এবং কৃষি ও বনায়ন” বিষয়ক এ প্রশিক্ষণে ২৫ জন সেবাইত অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সন্মানিত ট্রাস্টি এ্যাডভোকেট শম্ভুনাথ রায়। বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) ময়না ব্যানার্জি।
সভাপতিত্ব করেন ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তী। অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা আঞ্চলিক কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) সুশান্ত ব্যানার্জী।
খুলনা গেজেট/ এসজেড